Friday, August 29, 2025
HomeScrollভারতীয় সেনাকে কুর্নিশ অমিতাভ বচ্চনের

ভারতীয় সেনাকে কুর্নিশ অমিতাভ বচ্চনের

ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের (India-Pakistan) মাঝেই এক্স (X) হ্যান্ডলে পোস্ট অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। পহেলগাম হামলার ২০ দিন পর ও অপারেশন সিঁদুরের (Operation sindoor) পঞ্চমদিনে প্রথমবার মুখ খুললেন বিগ বি। ভারতীয় সেনাকে কুর্নিশ জানানোর পাশাপাশি, পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দান করেন তিনি। এমনকী অভিনেতা তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতার লাইনেরও উল্লেখ করেন।

আরও পড়ুন: আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের সব তথ্যই গোপনে! কারা অভিনয় করছেন!

অভিনেতা লেখেন, ছুটির দিনগুলোর কথা ভেবে, সেই দৈত্য, নিরীহ স্বামী-স্ত্রীকে টেনে বের করে, স্বামীকে উলঙ্গ করে, তার ধর্ম পালনের পর, যখন সে তাকে গুলি করতে শুরু করে, তখন স্ত্রী কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে, এমনকি স্বামীকে হত্যা না করার জন্য অনুরোধ করার পরেও; তার স্বামীকে সেই বোকা দৈত্যটি অত্যন্ত নির্মমভাবে গুলি করে, স্ত্রীকে গুলি করে !! যখন স্ত্রী বলল “আমাকেও হত্যা করো” !! তাহলে দৈত্য বলল, “না!” তুমি যাও, “…. “বল”! মেয়ের মনের অবস্থা দেখে, আমার শ্রদ্ধেয় বাবুজির একটি কবিতার লাইন মনে পড়ল: যেন, সেই কন্যা “…. গিয়ে বলল: “চিতার ছাইতে, পৃথিবী সিঁদুর চায়” (বাবুজির লাইন)।

দেখুন আরও খবর:

Read More

Latest News